আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১২৪
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৪. হযরত জাবির (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, ওহুদের দিন যখন আবদুল্লাহ ইব্‌ন আমর ইবন হারাম নিহত হলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জাবির (রা)-কে ডেকে বললেনঃ হে জাবির। আল্লাহ্ তোমার পিতাকে কি বলেছেন বলব কি? আমি বললাম জ্বী হ্যা, (বলুন)। তিনি বললেন: আল্লাহ্ পর্দার অন্তরালে থাকা ছাড়া কারো সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতার সাথে আল্লাহ মুখোমুখি কথা বলেছেন। আল্লাহ বলেছেন: হে আবদুল্লাহ। তুমি আমার কাছে প্রার্থনা কর, আমি তোমার প্রার্থনা পূরণ করব। আব্দুল্লাহ বলল, প্রভু। আপনি আমাকে আবার জীবিত করে দিন, আমি আপনার রাস্তায় পুনরায় নিহত হব। আল্লাহ বললেন, একথা আমার পক্ষ থেকে পূর্বেই স্থির হয়ে গিয়েছে যে, কেউ দুনিয়াতে আর দ্বিতীয়বার ফিরে যাবে না। আবদুল্লাহ্ বলল, প্রভু। এ খবরটা আমার পরবর্তীদেরকে জানিয়ে দিন। আল্লাহ্ তখন কুরআনের এ আয়াতটি নাযিল করলেনঃ- وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ “যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না। বরং তারা জীবিত ....”
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন। ইব্‌ন মাজাহও এটি হাসান সনদে বর্ণনা করেছেন। হাকিমও এ হাদীসটি বর্ণনা করেছেন এবং একে 'সহীহ' বলেছেন)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2124 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ لما قتل عبد الله بن عَمْرو بن حرَام يَوْم أحد
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا جَابر أَلا أخْبرك مَا قَالَ الله لابيك قلت بلَى
قَالَ مَا كلم الله أحدا إِلَّا من وَرَاء حجاب وكلم أَبَاك كفاحا فَقَالَ يَا عبد الله تمن عَليّ أعطك
قَالَ يَا رب تحييني فأقتل فِيك ثَانِيَة
قَالَ إِنَّه سبق مني أَنهم إِلَيْهَا لَا يرجعُونَ
قَالَ يَا رب فأبلغ من ورائي فَأنْزل الله هَذِه الْآيَة {وَلَا تحسبن الَّذين قتلوا فِي سَبِيل الله أَمْوَاتًا بل أَحيَاء} آل عمرَان 961 الْآيَة كلهَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه

وَابْن مَاجَه بِإِسْنَاد حسن أَيْضا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১২৪ | মুসলিম বাংলা