আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১২৩
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৩. হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, অঙ্গ-প্রত্যঙ্গ কর্তিত ও বিকৃত অবস্থায় আমার আব্বাকে নবী করীম (ﷺ) -এর কাছে আনা হল। রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সামনে তাঁর লাশ রাখা হল। আমি এগিয়ে গিয়ে তাঁর চেহারা উন্মুক্ত করতে চাইলাম। আমার গোত্রের লোকেরা আমাকে বাধা দিল। তখন একজন বিলাপকারিণীর আওয়াজ তিনি শুনতে পেলেন। বলা হলো, এ হচ্ছে আমরের কন্যা অথবা আমরের ভগ্নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সে কাঁদছে কেন? অথবা তুমি কেঁদো না হে। ফিরিশতারা তাদের ডানার সাহায্যে সারাক্ষণ তাকে ছায়া দান করে যাচ্ছে।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2123- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ جِيءَ بِأبي إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قد مثل بِهِ
فَوضع بَين يَدَيْهِ فَذَهَبت أكشف عَن وَجهه فنهاني قومِي فَسمع صَوت صائحة فَقيل ابْنة عَمْرو أَو أُخْت عَمْرو فَقَالَ لم تبْكي أَو لَا تبْكي مَا زَالَت الْمَلَائِكَة تظله بأجنحتها
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
فَوضع بَين يَدَيْهِ فَذَهَبت أكشف عَن وَجهه فنهاني قومِي فَسمع صَوت صائحة فَقيل ابْنة عَمْرو أَو أُخْت عَمْرو فَقَالَ لم تبْكي أَو لَا تبْكي مَا زَالَت الْمَلَائِكَة تظله بأجنحتها
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
