আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১২২
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২২. হযরত সামুরা ইব্‌ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি আজ রাতে স্বপ্নে দেখলাম, দুইজন লোক আমাকে একটি গাছে উঠিয়ে নিল, তারপর একটি সুন্দর সাজানো ঘরে আমাকে নিয়ে গেল, এমন সুন্দর ঘর আমি পূর্বে কখনো দেখিনি। তারা আমাকে বলল, এটিই হচ্ছে শহীদের ঘর।
(হাদীসটি বুখারী একটি দীর্ঘ হাদীসের আলোচনায় বর্ণনা করেছেন। যা পূর্বে বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2122- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت اللَّيْلَة رجلَيْنِ أتياني فصعدا بِي الشَّجَرَة فأدخلاني دَارا هِيَ أحسن وَأفضل لم أر قطّ أحسن مِنْهَا قَالَا لي أما هَذِه فدار الشُّهَدَاء

رَوَاهُ البُخَارِيّ فِي حَدِيث طَوِيل تقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১২২ | মুসলিম বাংলা