আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৩০
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৩০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ। সর্বোত্তম জিহাদ কোনটি? তিনি বললেন, যেখানে তোমার ও সওয়ারীর পা কেটে দেয়া হবে এবং তোমার রক্ত ঝরানো হবে।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি ইবন মাজাহ্ 'আমর ইবন আবাসার হাদীস থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী করীম (ﷺ) -এর কাছে এসে বললাম, তারপর তিনি উপরোল্লিখিত হাদীসটি বর্ণনা করলেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2130- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل يَا رَسُول الله أَي الْجِهَاد أفضل قَالَ أَن يعقر جوادك ويهراق دمك

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث عَمْرو بن عبسة قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت فَذكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৩০ | মুসলিম বাংলা