আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১১৬
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১১৬. হযরত আনাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন। জান্নাতের এক ব্যক্তিকে আনা হবে। আল্লাহ্ তাকে জিজ্ঞেস করবেন, 'হে আদম সন্তান। তুমি তোমার ঘরটি কেমন পেলে? সে বলবে, প্রভু। উত্তম আবাসস্থল। এরপর বলা হবে, তোমার যা ইচ্ছা প্রার্থনা, আকাঙ্ক্ষা কর। লোকটি বলবে, আপনার কাছে প্রার্থনা ও আকাঙ্ক্ষা করার কী আছে? আপনার কাছে আমার প্রার্থনা হচ্ছে, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, যেন আমি দশবার শহীদ হতে পারি। শাহাদতের মর্যাদা স্বচক্ষে দেখার পর সে এমন বলবে।
(হাদীসটি নাসাঈ ও হাকিম বর্ণনা করেছে। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
(হাদীসটি নাসাঈ ও হাকিম বর্ণনা করেছে। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2116- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله يُؤْتى بلرجل من أهل الْجنَّة فَيَقُول الله لَهُ يَا بن آدم كَيفَ وجدت مَنْزِلك فَيَقُول أَي رب خير منزل فَيَقُول سل وتمنه فَيَقُول وَمَا أَسأَلك وأتمنى أَسأَلك أَن تردني إِلَى الدُّنْيَا فأقتل فِي سَبِيلك عشر مَرَّات لما يرى من فضل الشَّهَادَة
رَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
