আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১১৭
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১১৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। ঐ সত্তার কসম। যাঁর হাতে আমার জীবন, আমি অবশ্যই পছন্দ করি যে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, আর আমাকে শহীদ করে দেয়া হবে। আবার জিহাদ করব, আবার শহীদ করে দেয়া হবে। এরপর আবার জিহাদ করব, আবার আমাকে। শহীদ করে দেয়া হবে।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। পূর্বেও এটি বর্ণিত হয়েছে।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। পূর্বেও এটি বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2117- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لَوَدِدْت أَن أغزو فِي سَبِيل الله فأقتل ثمَّ أغزو فأقتل ثمَّ أغزو فأقتل
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث تقدم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث تقدم
