আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১১৫
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১১৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেন: এমন কোন ব্যক্তি নেই যে, জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার সকল কিছু তাকে দেয়া হলেও সে আবার দুনিয়াতে ফিরে আসা পসন্দ করবে। কিন্তু শহীদ তার মর্যাদা অথবা অন্য বর্ণনামতে শহীদের ফযীলত দেখার পর দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে, যাতে তাকে দশবার শহীদ করা হয়।
(হাদীসটি বুখারী, মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী, মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2115- عَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أحد يدْخل الْجنَّة يحب أَن يرجع إِلَى الدُّنْيَا وَإِن لَهُ مَا على الأَرْض من شَيْء إِلَّا الشَّهِيد فَإِنَّهُ يتَمَنَّى أَن يرجع إِلَى الدُّنْيَا فَيقْتل عشر مَرَّات لما يرى من الْكَرَامَة
وَفِي رِوَايَة لما يرى من فضل الشَّهَادَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
وَفِي رِوَايَة لما يرى من فضل الشَّهَادَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
