আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১১৪
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১১৪. হযরত সামুরা ইব্‌ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আত্মসাৎকারীকে গোপন রাখবে, সে আত্মসাৎকারীর অনুরূপ বলে গণ্য হবে।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2114- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ أما بعد فَكَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من يكتم غالا فَإِنَّهُ مثله

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১১৪ | মুসলিম বাংলা