আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১১৪
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১১৪. হযরত সামুরা ইব্ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আত্মসাৎকারীকে গোপন রাখবে, সে আত্মসাৎকারীর অনুরূপ বলে গণ্য হবে।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2114- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ أما بعد فَكَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من يكتم غالا فَإِنَّهُ مثله
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد
