আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১১৩
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১১৩. ইয়াযীদ ইব্‌ন মু'আবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বসরাবাসীর নিকট এক চিঠিতে লিখলেন 'সালামুন আলাইকুম'- তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এক ব্যক্তি গনীমতের মাল থেকে একটি লোম নির্মিত লাগামের জন্য আবেদন করেছিল। রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন: তুমি আমার কাছে জাহান্নামের একটি লাগামের আবেদন করেছ। তোমার পক্ষে এটার আবেদন করা সমীচীন হয়নি। আর তোমাকে এটা দেয়াও আমার পক্ষে সমীচীন হবে না।
(এ হাদীসটিও আবু দাউদ তাঁর 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2113- وَعَن يزِيد بن مُعَاوِيَة رَضِي الله عَنهُ أَنه كتب إِلَى أهل الْبَصْرَة سَلام عَلَيْكُم أما بعد فَإِن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زماما من شعر من مغنم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَأَلتنِي زماما من نَار لم يكن لَك أَن تسألنيه وَلم يكن لي أَن أعْطِيه

رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১১৩ | মুসলিম বাংলা