আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১১২
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১১২. হযরত আবু হাজিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ)-কে গনীমতের মাল থেকে একটি চামড়ার টুকরো দিয়ে বলা হলো, ইয়া রাসুলাল্লাহ। এটা আপনি রৌদ্রে ছায়ার জন্য ব্যবহার করবেন। তিনি বললেনঃ জাহান্নামের ছায়া থেকে ছায়া গ্রহণ করা কি তোমরা তোমাদের নবীর জন্য পসন্দ কর?
(হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তাবারানীও এটি তার 'আওসাতে' বর্ণনা করেছেন। তাঁর বর্ণনায় 'কিয়ামতের দিন' শব্দটি অতিরিক্ত আছে।)
(হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তাবারানীও এটি তার 'আওসাতে' বর্ণনা করেছেন। তাঁর বর্ণনায় 'কিয়ামতের দিন' শব্দটি অতিরিক্ত আছে।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2112- وَعَن أبي حَازِم رَضِي الله عَنهُ قَالَ أُتِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بنطع من الْغَنِيمَة فَقيل يَا رَسُول الله هَذَا لَك تستظل بِهِ من الشَّمْس قَالَ أتحبون أَن يستظل نَبِيكُم بِظِل من نَار
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَزَاد يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَزَاد يَوْم الْقِيَامَة
