আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১০৮
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১০৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) সাথে খায়বরের দিকে বেরিয়ে গেলাম। আল্লাহ্ আমাদের বিজয় দান করলেন। কিন্তু আমরা গনীমত হিসেবে সোনা-রূপা পেলাম না। গনীমত হিসেবে আমরা পেলাম কাপড়, খাদ্য ও আসবাবপত্র। তারপর আমরা 'ওয়াদিউল কুরা'র দিকে রওয়ানা হলাম। রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে ছিল তাঁর একজন গোলাম। যাকে বনী যাবীব গোত্রের জুযাম শাখার জনৈক ব্যক্তি উপহার দিয়েছিল। তাকে রিফায়া ইব্‌ন ইয়াযীদ নামে ডাকা হতো। আমরা যখন ওয়াদীতে পৌছলাম, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর গোলামটি তাঁর হাওদা ঠিক করতে গেলে অজ্ঞাত একটি তীর এসে তাকে আঘাত হানলো। আর এ আঘাতেই সে মৃত্যুবরণ করল। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্। তার সৌভাগ্য যে, সে শাহাদতবরণ করেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: কখনই না। ঐ সত্তার কসম। যাঁর হাতে আমার জীবন, একটি ছোট চাদরই তাকে দোযখের আগুনে দপ্ত করবে। সে এটি গনীমতের মাল থেকে রেখে দিয়েছিল, যা সে বণ্টনে পায়নি। হযরত আবু হুরায়রা (রা) বলেন, এ কথা শুনে সকল মানুষ ভীত-বিহবল হয়ে পড়ল। এরপর এক ব্যক্তি একটি বা দুটি ফিতা এনে বলল, এটি আমি খায়বরে পেয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: দোযখের একটি বা দুটি ফিতা।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2108- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى خَيْبَر فَفتح الله علينا فَلم نغنم ذَهَبا وَلَا وَرقا غنمنا الْمَتَاع وَالطَّعَام وَالثيَاب ثمَّ انطلقنا إِلَى الْوَادي يَعْنِي وَادي الْقرى وَمَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عبد لَهُ وهبه لَهُ رجل من جذام يدعى رِفَاعَة بن يزِيد من بني الضبيب فَلَمَّا نزلنَا الْوَادي قَامَ عبد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحل رَحْله فَرمي بِسَهْم فَكَانَ فِيهِ حتفه فَقُلْنَا هَنِيئًا لَهُ الشَّهَادَة يَا رَسُول الله
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلا وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ إِن الشملة لتلتهب عَلَيْهِ نَارا أَخذهَا من الْغَنَائِم لم تصبها المقاسم
قَالَ فَفَزعَ النَّاس فجَاء رجل بِشِرَاك أَو شراكين فَقَالَ أصبت يَوْم خَيْبَر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شِرَاك من نَار أَو شراكان من نَار

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১০৮ | মুসলিম বাংলা