আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১০৭
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১০৭. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন জিহাদে গনীমত লাভ করতেন, তখন বিলালকে ঘোষণা দেয়ার জন্য নির্দেশ দিতেন। তারপর লোকেরা নিজ নিজ প্রাপ্ত গনীমত নিয়ে হাযির হতো। রাসূলুল্লাহ (ﷺ) সেগুলো থেকে প্রথমে এক-পঞ্চমাংশ বের করে ফেলতেন। তারপর বণ্টন করতেন। একদিন এক ব্যক্তি ঘোষণা দেয়ার অনেক পরে, একটি চুলের রশি নিয়ে হাযির হল এবং বলল, ইয়া রাসুলাল্লাহ। এটি আমি গনীমত থেকে রেখে দিয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি বিলালের তিন-তিনটি ঘোষণা শুনতে পাওনি? লোকটি বলল, জ্বী হ্যাঁ, শুনতে পেয়েছি। তিনি বললেন, তাহলে এটি নিয়ে আসতে তোমার বাধাটা কোথায় ছিল? লোকটি রাসুলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তুমি নিজেই কিয়ামতের দিন এটি নিয়ে হাযির হবে। আমি এটা গ্রহণ করব না।
(হাদীসটি আবু দাউদ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2107- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أصَاب غنيمَة أَمر بِلَالًا فَنَادَى فِي النَّاس فيجيئون بغنائمهم فيخمسه ويقسمه فجَاء رجل يَوْمًا بعد النداء بزمام من شعر فَقَالَ يَا رَسُول الله هَذَا كَانَ فِيمَا أصبناه من الْغَنِيمَة فَقَالَ أسمعت بِلَالًا يُنَادي ثَلَاثًا قَالَ نعم
قَالَ فَمَا مَنعك أَن تَجِيء بِهِ فَاعْتَذر إِلَيْهِ فَقَالَ كن أَنْت تَجِيء بِهِ يَوْم الْقِيَامَة فَلَنْ أقبله عَنْك

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১০৭ | মুসলিম বাংলা