আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১০৬
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১০৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদের মধ্যে দাঁড়িয়ে আত্মসাৎ সম্পর্কে আলোচনা করলেন। আত্মসাৎ অত্যন্ত ভয়ংকর ও গুরুতর গুনাহ বলে তিনি ঘোষণা করলেন এবং শেষে বললেনঃ তোমাদের কাউকে যেন আমি এমনভাবে না দেখি যে, কিয়ামতের দিন তাকে এমনভাবে হাযির করা হবে যে, তার কাঁধে থাকবে একটি উট আর সেটি চিৎকার করতে থাকবে। সে তখন বলবে, ইয়া রাসূলাল্লাহ্। আমাকে বাঁচান। আমি বলব, তোমাকে বাঁচানোর সাধ্য যে আমার নেই, আমি তো এ খবর পূর্বেই পৌছিয়ে দিয়েছিলাম। তোমাদের কাউকে যেন আমি এমন অবস্থায় না দেখি যে, কিয়ামতের দিন তার কাঁধে থাকবে একটি ঘোড়া, আর সেটি হ্রেষারব করতে থাকবে। সে বলবে, ইয়া রাসূলাল্লাহ। আমাকে বাঁচান। আমি বলব তোমাকে বাঁচানোর সাধ্য যে আমার নেই, আমি তো পূর্বেই তা তোমাকে জানিয়ে দিয়েছিলাম। তোমাদের কাউকে যেন আমি কিয়ামতের দিন এমন অবস্থায় না দেখি, যে তার কাঁধে থাকবে একটি বকরী, আর সেটি চিৎকার করতে থাকবে। সে বলবে, ইয়া রাসূলাল্লাহ! আমাকে বাঁচান। আমি বলব : আমি যে তোমাকে বাঁচানোর মালিক নই, আমি তো পূর্বেই একথা জানিয়ে দিয়েছিলাম। তোমাদের কাউকে যেন আমি কিয়ামতের দিন এমন অবস্থায় না দেখি যে তার কাঁধে থাকবে একটি জন্তু আর সেটি চিৎকার করতে থাকবে। সে বলবে, ইয়া রাসূলাল্লাহ! আমাকে বাঁচান। আমি বলব। আমি যে তোমাকে রক্ষা করতে পারব না, একথা তো আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম। তোমাদের কাউকে যেন আমি কিয়ামতের দিন এমন অবস্থায় না দেখি, তার ঘাড়ে একটি দফতর তাকে নুইয়ে ফেলবে। সে বলবে, ইয়া রাসূলাল্লাহ! আমাকে রক্ষা করুন। আমি বলব, তোমাকে রক্ষা করার ক্ষমতা যে আমার নেই, আমি তো তা পূর্বেই তোমাকে জানিয়ে দিয়েছিলাম। তোমাদের কাউকে যেন আমি না দেখি, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে যে, তার কাঁধে একটি বোবা বস্তু থাকবে। সে বলবে: ইয়া রাসূলাল্লাহ! আমাকে বাঁচান। আমি বলব : তোমাকে বাঁচানোর সাধ্য আমার নেই, একথা তো আমি পূর্বেই তোমাকে শুনিয়ে দিয়েছিলাম।
(হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত। শব্দসমূহ মুসলিম-এর।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2106- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَامَ فِينَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم فَذكر الْغلُول فَعَظمهُ وَعظم أمره حَتَّى قَالَ لَا أَلفَيْنِ أحدكُم يَجِيء يَوْم الْقِيَامَة على رقبته بعير لَهُ رُغَاء فَيَقُول يَا رَسُول الله أَغِثْنِي فَأَقُول لَا أملك لَك شَيْئا قد أبلغتك لَا أَلفَيْنِ أحدكُم يَجِيء يَوْم الْقِيَامَة على رقبته فرس لَهُ حَمْحَمَة فَيَقُول يَا رَسُول الله أَغِثْنِي
فَأَقُول لَا أملك لَك شَيْئا قد أبلغتك لَا أَلفَيْنِ أحدكُم يَجِيء يَوْم الْقِيَامَة على رقبته شَاة لَهَا ثُغَاء يَقُول يَا رَسُول الله أَغِثْنِي
فَأَقُول لَا أملك لَك شَيْئا قد أبلغتك لَا أَلفَيْنِ أحدكُم يَجِيء يَوْم الْقِيَامَة على رقبته نفس لَهَا صياح فَيَقُول يَا رَسُول الله أَغِثْنِي
فَأَقُول لَا أملك لَك شَيْئا قد أبلغتك لَا أَلفَيْنِ أحدكُم يَجِيء يَوْم الْقِيَامَة على رقبته رقاع تخفق فَيَقُول يَا رَسُول الله أَغِثْنِي
فَأَقُول لَا أملك لَك شَيْئا قد أبلغتك لَا أَلفَيْنِ أحدكُم يَجِيء يَوْم الْقِيَامَة على رقبته صَامت فَيَقُول يَا رَسُول الله أَغِثْنِي
فَأَقُول لَا أملك لَك شَيْئا قد أبلغتك

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১০৬ | মুসলিম বাংলা