আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১০৫
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১০৫. হযরত হাবীব ইব্‌ন মাসলামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবূ যর (রা)-কে বলতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মত যদি আত্মসাৎ না করে, তাহলে শত্রু কোনদিন তাদের সামনে টিকতে পারবে না। আবু যর হাবীব ইবন মাসলামা (রা)-কে বললেন, তোমাদের সামনে শত্রু বাহিনী কি একটি বকরী দোহনের সময় পরিমাণ টিকে থাকতে পারে? হাবীব বললেন, জ্বী হ্যাঁ, পারে; বরং অধিক দুধধারী তিনটি বকরী দোহনের সময় পরিমাণও টিকতে পারে। আবু যর বললেন, কা'বার রবের কসম! তোমরা আত্মসাৎ করেছ।
(হাদীসটি তাবারানী 'আওসাতে' উত্তম সনদে বর্ণনা করেছেন। এখানে বাকীয়্যা ইবন ওয়ালীদের তাবলীস সম্পর্কে যে অভিযোগ উঠতে পারে, تحديث দ্বারা এটির নিরসন হয়ে যায়।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2105- وَعَن حبيب بن مسلمة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت أَبَا ذَر يَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لم تغل أمتِي لم يقم لَهُم عَدو أبدا
قَالَ أَبُو ذَر لحبيب بن مسلمة هَل يثبت لكم الْعَدو حلب شَاة قَالَ نعم وَثَلَاث شِيَاه غزر قَالَ أَبُو ذَر غللتم وَرب الْكَعْبَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد لَيْسَ فِيهِ مَا يُقَال إِلَّا تَدْلِيس بَقِيَّة بن الْوَلِيد فقد صرح بِالتَّحْدِيثِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১০৫ | মুসলিম বাংলা