আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৯৭
নৌ-যুদ্ধে উৎসাহদান এবং দশটি স্থল-যুদ্ধের চেয়ে একটি নৌ-যুদ্ধ শ্রেষ্ঠ, এই প্রসঙ্গ
২০৯৭. হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কখনো হজ্জব্রত পালন করেনি, তার একটি হজ্জ দশটি জিহাদের চেয়ে উত্তম। যে ব্যক্তি হজ্জ আদায় করেছে, তার জন্য একটি জিহাদ দশটি হজ্জের চেয়েও উত্তম এবং একটি নৌ-জিহাদ দশটি স্থল-জিহাদের চেয়ে উৎকৃষ্ট। যে ব্যক্তি একটি সমুদ্রে বিচরণ করল, সে যেন সারা পৃথিবীর সকল দুর্গম স্থানই অতিক্রম করল। প্রতিকূল আবহওয়ায় সমুদ্র গমনকারী নিজ রক্তে রঞ্জিত ব্যক্তির মত।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন এবং বায়হাকীও এটি বর্ণনা করেছেন। উভয়ের বর্ণনা লাইস-এর কাতিব আবদুল্লাহ ইবন সালিহ সূত্রে বর্ণিত।
"সমুদ্রের একটি জিহাদ দশটি স্থল-যুদ্ধের চেয়ে উত্তম" এ থেকে নিয়ে শেষ পর্যন্ত হাদীসটি হাকিমও বর্ণনা করে বলেছেন: বুখারীর শর্তানুসারে হাদীসটি সহীহ।
আবদুল্লাহ্ ইব্ন সালিহ সম্পর্কে যা বলা হয়েছে, তাতে কোন ক্ষতি নেই, কারণ বুখারী তাঁর নিকট থেকে হাদীস গ্রহণ করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন এবং বায়হাকীও এটি বর্ণনা করেছেন। উভয়ের বর্ণনা লাইস-এর কাতিব আবদুল্লাহ ইবন সালিহ সূত্রে বর্ণিত।
"সমুদ্রের একটি জিহাদ দশটি স্থল-যুদ্ধের চেয়ে উত্তম" এ থেকে নিয়ে শেষ পর্যন্ত হাদীসটি হাকিমও বর্ণনা করে বলেছেন: বুখারীর শর্তানুসারে হাদীসটি সহীহ।
আবদুল্লাহ্ ইব্ন সালিহ সম্পর্কে যা বলা হয়েছে, তাতে কোন ক্ষতি নেই, কারণ বুখারী তাঁর নিকট থেকে হাদীস গ্রহণ করেছেন।)
التَّرْغِيب فِي الْغُزَاة فِي الْبَحْر وَأَنَّهَا أفضل من عشر غزوات فِي الْبر
2097- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حجَّة لمن لم يحجّ خير من عشر غزوات وغزوة لمن قد حج خير من عشر حجج وغزوة فِي الْبَحْر خير من عشر غزوات فِي الْبر وَمن أجَاز الْبَحْر فَكَأَنَّمَا أجَاز الأودية كلهَا والمائد فِيهِ كالمتشحط فِي دَمه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة عبد الله بن صَالح كَاتب اللَّيْث
وروى الْحَاكِم مِنْهُ غَزْوَة فِي الْبَحْر خير من عشر غزوات فِي الْبر إِلَى آخِره وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ وَهُوَ كَمَا قَالَ وَلَا يضر مَا قيل فِي عبد الله بن صَالح فَإِن البُخَارِيّ احْتج بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة عبد الله بن صَالح كَاتب اللَّيْث
وروى الْحَاكِم مِنْهُ غَزْوَة فِي الْبَحْر خير من عشر غزوات فِي الْبر إِلَى آخِره وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ وَهُوَ كَمَا قَالَ وَلَا يضر مَا قيل فِي عبد الله بن صَالح فَإِن البُخَارِيّ احْتج بِهِ
