আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৯৮
নৌ-যুদ্ধে উৎসাহদান এবং দশটি স্থল-যুদ্ধের চেয়ে একটি নৌ-যুদ্ধ শ্রেষ্ঠ, এই প্রসঙ্গ
২০৯৮. হযরত ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি নৌ-যুদ্ধে অংশগ্রহণ করল, আর আল্লাহ্ ভাল জানেন কে তাঁর রাস্তায় জিহাদ করে, সে যেন আল্লাহ্ তা'আলার সকল নির্দেশ পালন করেছে এবং জান্নাতের সকল চাওয়া সে চেয়ে ফেলেছে এবং জাহান্নাম থেকে পলায়নের সকল প্রচেষ্টাই সে সমাপ্ত করেছে।
(হাদীসটি তাবারানী তাঁর 'মাআজীম'-এ বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'মাআজীম'-এ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْغُزَاة فِي الْبَحْر وَأَنَّهَا أفضل من عشر غزوات فِي الْبر
2098- وَرُوِيَ عَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غزا فِي سَبِيل الله غَزْوَة فِي الْبَحْر وَالله أعلم بِمن يَغْزُو فِي سَبيله فقد أدّى إِلَى الله طَاعَته كلهَا وَطلب الْجنَّة كل مطلب وهرب من النَّار كل مهرب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة
