আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৯২
যুদ্ধক্ষেত্র হতে পলায়ন থেকে ভীতি প্রদর্শন
২০৯২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মহান আল্লাহর সাথে এ অবস্থায় সাক্ষাত করবে যে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, পুণ্যের আশায় সন্তুষ্টচিত্তে নিজ মালের যাকাত আদায় করে এবং আমীরের আনুগত্য করে, তার জন্য রয়েছে জান্নাত। অথবা বলেছেন। সে জান্নাতে প্রবেশ করবে।
পাঁচটি গুনাহ এমন যে, এগুলোর কোন কাফফারা নেই: আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কোন মু'মিন ব্যক্তির উপর অপবাদ দেয়া, সৈন্যদল থেকে পলায়ন করা এবং অন্যের সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে মিথ্যা কসম করা।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। উক্ত হাদীসে বাকিয়্যা ইব্ন ওলীদ নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
পাঁচটি গুনাহ এমন যে, এগুলোর কোন কাফফারা নেই: আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কোন মু'মিন ব্যক্তির উপর অপবাদ দেয়া, সৈন্যদল থেকে পলায়ন করা এবং অন্যের সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে মিথ্যা কসম করা।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। উক্ত হাদীসে বাকিয়্যা ইব্ন ওলীদ নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
التَّرْهِيب من الْفِرَار من الزَّحْف
2092- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لَقِي الله عز وَجل لَا يُشْرك بِهِ شَيْئا وَأدّى زَكَاة مَاله طيبَة بهَا نَفسه محتسبا وَسمع وأطاع فَلهُ الْجنَّة أَو دخل الْجنَّة وَخمْس لَيْسَ لَهُنَّ كَفَّارَة الشّرك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حق وبهت مُؤمن والفرار من الزَّحْف وَيَمِين صابرة يقتطع بهَا مَالا بِغَيْر حق
رَوَاهُ أَحْمد وَفِيه بَقِيَّة بن الْوَلِيد
رَوَاهُ أَحْمد وَفِيه بَقِيَّة بن الْوَلِيد
