আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৯৩
যুদ্ধক্ষেত্র হতে পলায়ন থেকে ভীতি প্রদর্শন
২০৯৩. হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বরে আরোহণ করে বললেন: আমি কসম করে বলছি! আমি কসম করে বলছি! তারপর মিম্বর থেকে অবতরণ করে বললেন, সুসংবাদ গ্রহণ কর। সুসংবাদ গ্রহণ কর! যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে এবং কবীরা গুনাহসমূহ থেকে বেঁচে থাকবে, সে তার ইচ্ছানুযায়ী জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
মুত্তালিব বলেন, আমি শুনেছি। আবদুল্লাহ্ ইব্ন আমরকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এগুলো বলতে শুনেছেন? আবদুল্লাহ্ বললেন: হ্যাঁ। পিতামাতার অব্যধ্যাচরণ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সতী নারীর প্রতি অপবাদ দেয়া, ইয়াতীমের সম্পদ গ্রাস করা, সৈন্যদল থেকে পলায়ন করা এবং সুদ খাওয়া।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে মুসলিম ইব্ন ওয়ালীদ ইব্ন আব্বাস নামক এমন একজন ব্যক্তি রয়েছেন যার নির্ভরযোগ্যতা বা সমালোচনা সম্পর্কে আমি অবগত নই।)
মুত্তালিব বলেন, আমি শুনেছি। আবদুল্লাহ্ ইব্ন আমরকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এগুলো বলতে শুনেছেন? আবদুল্লাহ্ বললেন: হ্যাঁ। পিতামাতার অব্যধ্যাচরণ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সতী নারীর প্রতি অপবাদ দেয়া, ইয়াতীমের সম্পদ গ্রাস করা, সৈন্যদল থেকে পলায়ন করা এবং সুদ খাওয়া।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে মুসলিম ইব্ন ওয়ালীদ ইব্ন আব্বাস নামক এমন একজন ব্যক্তি রয়েছেন যার নির্ভরযোগ্যতা বা সমালোচনা সম্পর্কে আমি অবগত নই।)
التَّرْهِيب من الْفِرَار من الزَّحْف
2093- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ صعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمِنْبَر فَقَالَ لَا أقسم لَا أقسم ثمَّ نزل فَقَالَ أَبْشِرُوا أَبْشِرُوا من صلى الصَّلَوَات الْخمس واجتنب الْكَبَائِر دخل من أَي أَبْوَاب الْجنَّة شَاءَ
قَالَ الْمطلب سَمِعت رجلا يسْأَل عبد الله بن عَمْرو أسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يذكرهن قَالَ نعم عقوق الْوَالِدين والشرك بِاللَّه وَقتل النَّفس وَقذف الْمُحْصنَات وَأكل مَال الْيَتِيم والفرار من الزَّحْف وَأكل الرِّبَا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده مُسلم بن الْوَلِيد بن الْعَبَّاس لَا يحضرني فِيهِ جرح وَلَا عَدَالَة
قَالَ الْمطلب سَمِعت رجلا يسْأَل عبد الله بن عَمْرو أسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يذكرهن قَالَ نعم عقوق الْوَالِدين والشرك بِاللَّه وَقتل النَّفس وَقذف الْمُحْصنَات وَأكل مَال الْيَتِيم والفرار من الزَّحْف وَأكل الرِّبَا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده مُسلم بن الْوَلِيد بن الْعَبَّاس لَا يحضرني فِيهِ جرح وَلَا عَدَالَة
