আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৯১
যুদ্ধক্ষেত্র হতে পলায়ন থেকে ভীতি প্রদর্শন
২০৯১. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিনটি স্বভাব থাকাবস্থায় কোন আমল উপকারে আসে না: (১) আল্লাহর সাথে শরীক করা, (২) পিতামাতার অবাধ্যাচরণ এবং (৩) সৈন্যদল থেকে পালায়ন করা।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْفِرَار من الزَّحْف
2091- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا ينفع مَعَهُنَّ عمل الشّرك بِاللَّه وعقوق الْوَالِدين والفرار من الزَّحْف
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
