আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৮৮
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৮৮. হযরত শাদ্দাদ ইবনুল হাদ (রা) থেকে বর্ণিত যে, জনৈক বেদুঈন, নবী করীম-এর সমীপে উপস্থিত হয়ে তাঁর উপর ঈমান আনল এবং তাঁর অনুসঙ্গী হল। তারপর সে বলল, আমি আপনার সাথে হিজরত করব। নবী করীম (ﷺ) সে ব্যক্তি সম্পর্কে কতিপয় সাহাবীকে নির্দেশনা দিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে যুদ্ধের সময় গনীমতের মাল আসলে তিনি তার বণ্টন করে একটি অংশ ঐ সাহাবীর জন্য রেখে অন্যান্য সাহাবীদেরকে তার অংশটুকু পৌছিয়ে দিতে বললেন। আর সে লোকটি তখন তাদের পশ্চাতে বাহিনীর দেখাশোনার কাজে ব্যস্ত ছিল। সাহাবীগণ যখন গনীমতের অংশ তার কাছে হস্তান্তর করার জন্য নিয়ে এলেন, লোকটি জিজ্ঞেস করল, এটা কি? সাহাবীগণ বললেন, এটা তোমার অংশ, রাসূলুল্লাহ (ﷺ) গনীমতের মাল থেকে তোমার জন্য পাঠিয়েছেন। সে তা গ্রহণ করে নবী করীম (ﷺ) -এর কাছে এসে বলল, এটা কি ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ বললেনঃ তোমার প্রাপ্য অংশরূপে তোমাকে এটা দিলাম। লোকটি বলল, আমি তো এর জন্য আপনার অনুসঙ্গী হইনি? আমি আপনার অনুসঙ্গী হয়েছি এজন্য যাতে আমার এখানে তীরবিদ্ধ হই। এই বলে যে নিজের গলার প্রতি ইঙ্গিত করল। তারপর আমি মৃত্যুমুখে পতিত হব। আর জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন। তুমি যদি সত্য বলে থাক, তবে আল্লাহ অবশ্যই তা বাস্তবে পরিণত করবেন। এরপর তাঁরা অল্প কিছুদিন অবস্থান করলেন এবং তারপর জিহাদে চলে গেলেন। তারপর লোকটিকে যখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে বহন করে নিয়ে আসা হল, তখন দেখা গেল যে, তার নির্দেশিত স্থানেই তীরের আঘাত লেগেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন। এই ব্যক্তি কি সেই লোক? বলা হল, জ্বী হ্যাঁ। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেনঃ সে আল্লাহর সাথে সত্য অঙ্গীকার করেছিল, তাই আল্লাহ্ও তার কথা সত্যে পরিণত করেছেন। এরপর লোকটির পরিধানের কাপড় দিয়েই রাসূলুল্লাহ (ﷺ) তাকে কাফন দিলেন এবং তার সালাতুল জানাযা আদায় করলেন। সেই সালাতুল জানাযায় উচ্চৈস্বরে তিনি যা পাঠ করেছিলেন, তার মধ্যে এ কথাটিও ছিল। হে আল্লাহ। তোমার এই বান্দা তোমার পথের মুহাজিররূণে বের হয়েছিল, তাকে শহীদ করে দেয়া হয়েছে। আমি তার শাহাদতের সাক্ষী।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2088- وَعَن شَدَّاد بن الْهَاد رَضِي الله عَنهُ أَن رجلا من الْأَعْرَاب جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَآمن بِهِ وَاتبعهُ ثمَّ قَالَ أُهَاجِر مَعَك فأوصى بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بعض أَصْحَابه فَلَمَّا كَانَت غزاته غنم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فقسم وَقسم لَهُ فَأعْطى أَصْحَابه مَا قسم لَهُ وَكَانَ يرْعَى ظهْرهمْ فَلَمَّا جَاءَ دفعوه إِلَيْهِ فَقَالَ مَا هَذَا قَالُوا قسم قسمه لَك النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأَخذه فجَاء بِهِ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا هَذَا قَالَ قسمته لَك
قَالَ مَا على هَذَا اتبعتك وَلَكِن اتبعتك على أَن أرمي إِلَى هَاهُنَا وَأَشَارَ إِلَى حلقه بِسَهْم
فأموت فَأدْخل الْجنَّة فَقَالَ إِن تصدق الله يصدقك فلبثوا قَلِيلا ثمَّ نهضوا إِلَى قتال الْعَدو فَأتي بِهِ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يحمل قد أَصَابَهُ سهم حَيْثُ أَشَارَ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أهوَ هُوَ قَالُوا نعم
قَالَ صدق الله فَصدقهُ ثمَّ كَفنه النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي جبته الَّتِي عَلَيْهِ ثمَّ قدمه فصلى عَلَيْهِ وَكَانَ مِمَّا ظهر من صلَاته اللَّهُمَّ هَذَا عَبدك خرج مُهَاجرا فِي سَبِيلك فَقتل شَهِيدا أَنا شَهِيد على ذَلِك
رَوَاهُ النَّسَائِيّ
قَالَ مَا على هَذَا اتبعتك وَلَكِن اتبعتك على أَن أرمي إِلَى هَاهُنَا وَأَشَارَ إِلَى حلقه بِسَهْم
فأموت فَأدْخل الْجنَّة فَقَالَ إِن تصدق الله يصدقك فلبثوا قَلِيلا ثمَّ نهضوا إِلَى قتال الْعَدو فَأتي بِهِ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يحمل قد أَصَابَهُ سهم حَيْثُ أَشَارَ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أهوَ هُوَ قَالُوا نعم
قَالَ صدق الله فَصدقهُ ثمَّ كَفنه النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي جبته الَّتِي عَلَيْهِ ثمَّ قدمه فصلى عَلَيْهِ وَكَانَ مِمَّا ظهر من صلَاته اللَّهُمَّ هَذَا عَبدك خرج مُهَاجرا فِي سَبِيلك فَقتل شَهِيدا أَنا شَهِيد على ذَلِك
رَوَاهُ النَّسَائِيّ
