আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৮৭
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৮৭. তিরমিযীতে {হযরত আবু হুরায়রা (রা) থেকেই} বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন আল্লাহ তা'আলা মানুষের বিচার করার জন্য আসবেন। প্রত্যেকটি মানুষ তখন নতজানু অবস্থায় থাকরে। প্রথম যাকে বিচারের জন্য ঢাকা হবে, সে হল এমন ব্যক্তি যে কুরআন সংরক্ষণ করেছে। তারপর সে ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। তারপর যার সম্পদের প্রাচুর্য ছিল। এরপর হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাকে হাযির করা হবে। আল্লাহ তাকে বলবেন। কি কারণে তোমাকে হত্যা করা হলো হে? সে বলবে প্রভু। আমাকে আপনার রাস্তায় জিহাদের নির্দেশ দেয়া হয়েছিল। তাই আমি জিহাদ করেছি। এমনকি শেষ পর্যন্ত আমি নিহত হয়েছি। আল্লাহ্ তাকে বলবেন: তুমি মিথ্যা বলেছ। ফিরিশতাগণও বলবেন, তুমি মিথ্যা বলেছ। মহান আল্লাহ বলবেন: তুমি তো এজন্য জিহাদ করেছিলে যে, মানুষ তোমাকে বাহাদুর বলবে, আর তাতো বলাই হয়েছে। তারপর রাসূলুল্লাহ্ আমার দু'হাঁটুতে চাপড়িয়ে বললেনঃ আবু হুরায়রা। আল্লাহর এই তিন প্রকার সৃষ্টি দিয়েই কিয়ামতের দিন জাহান্নামে অগ্নি সংযোগের সূচনা হবে।
('রিয়া' অধ্যায়ে ইতিপূর্বে পূর্ণ হাদীসটি বর্ণিত হয়েছে। )
('রিয়া' অধ্যায়ে ইতিপূর্বে পূর্ণ হাদীসটি বর্ণিত হয়েছে। )
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2087- وَعند التِّرْمِذِيّ حَدثنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله تبَارك وَتَعَالَى إِذا كَانَ يَوْم الْقِيَامَة ينزل إِلَى الْعباد ليقضي بَينهم وكل أمة جاثية فَأول من يَدْعُو بِهِ رجل جمع الْقُرْآن وَرجل قتل فِي سَبِيل الله وَرجل كثير المَال فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ وَيُؤْتى بِالَّذِي قتل فِي سَبِيل الله فَيَقُول الله لَهُ فيماذا قتلت فَيَقُول أَي رب أمرت بِالْجِهَادِ فِي
سَبِيلك فقاتلت حَتَّى قتلت فَيَقُول الله لَهُ كذبت وَتقول لَهُ الْمَلَائِكَة كذبت وَيَقُول الله تبَارك وَتَعَالَى بل أردْت أَن يُقَال فلَان جريء فقد قيل ذَلِك ثمَّ ضرب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على ركبتي فَقَالَ يَا أَبَا هُرَيْرَة أُولَئِكَ الثَّلَاثَة أول خلق الله تسعر بهم النَّار يَوْم الْقِيَامَة
وَتقدم بِتَمَامِهِ فِي الرِّيَاء
سَبِيلك فقاتلت حَتَّى قتلت فَيَقُول الله لَهُ كذبت وَتقول لَهُ الْمَلَائِكَة كذبت وَيَقُول الله تبَارك وَتَعَالَى بل أردْت أَن يُقَال فلَان جريء فقد قيل ذَلِك ثمَّ ضرب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على ركبتي فَقَالَ يَا أَبَا هُرَيْرَة أُولَئِكَ الثَّلَاثَة أول خلق الله تسعر بهم النَّار يَوْم الْقِيَامَة
وَتقدم بِتَمَامِهِ فِي الرِّيَاء
