আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৮৬
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৮৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেন: কিয়ামতের দিন প্রথম যে ব্যক্তির বিচার করা হবে, সে ঐ ব্যক্তি, যে আল্লাহর পথে শহীদ হয়েছে। তাকে হাযির করা হবে। তারপর আল্লাহ আপন নিয়ামতের কথা তাকে স্মরণ করাবেন, সে এই নিয়ামতসমূহের কথা স্বীকার করবে। আল্লাহ তখন বলবেন: এগুলো দিয়ে তুমি কি করেছিলে? সে বলবে: হে আল্লাহ্। আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ্ বলবেন: তুমি মিথ্যা বলেছ, বরং লোকে তোমাকে বীরপুরুষ বলবে, এ উদ্দেশ্যে জিহাদ করেছিলে। আর তা বলা হয়েছে। তারপর তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।...... হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছে। বর্ণিত শব্দসমূহ তাঁরই। নাসাঈ, তিরমিযী ও ইব্‌ন খুযায়মাও তাঁর 'সহীহ' 'গ্রন্থে এটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2086- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن أول النَّاس يقْضى عَلَيْهِ يَوْم الْقِيَامَة رجل اسْتشْهد فَأتي بِهِ فَعرفهُ نعْمَته فعرفها
قَالَ فَمَا عملت فِيهَا قَالَ قَاتَلت فِيك حَتَّى استشهدت
قَالَ كذبت وَلَكِن قَاتَلت لَان يُقَال هُوَ جريء فقد قيل ثمَّ أَمر بِهِ فسحب على وَجهه حَتَّى ألقِي فِي النَّار
الحَدِيث
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৮৬ | মুসলিম বাংলা