আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৮৫
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৮৫. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করি এবং সাথে সাথে আমার বীরত্ব প্রদর্শনও আমার উদ্দিষ্ট থাকে। রাসূলুল্লাহ্ তাঁর কথার কোন জবাব দিলেন না। ইত্যবসরে নিম্নোক্ত আয়াতটি নাযিল হল فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا “যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন নেক আমল করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে অংশীদার না করে।”
(সূরা কাহ্ফ, আয়াত নং-১১০)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি বুখারী-মুসলিম-এর শর্তানুযায়ী সহীহ।)
(সূরা কাহ্ফ, আয়াত নং-১১০)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি বুখারী-মুসলিম-এর শর্তানুযায়ী সহীহ।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2085- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رجل يَا رَسُول الله إِنِّي أَقف الْموقف أُرِيد وَجه الله وَأُرِيد أَن يرى موطني فَلم يرد عَلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى نزلت {فَمن كَانَ يَرْجُو لِقَاء ربه فليعمل عملا صَالحا وَلَا يُشْرك بِعبَادة ربه أحدا} الْكَهْف 011
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
