আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৮৯
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৮৯. হযরত আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সেনাদল নিরাপদে যুদ্ধ করে এবং গনীমত লাভ করে, তারা দুনিয়াতেই দু-তৃতীয়াংশ বিনিময় পেয়ে গেল। আর যে সেনাদল গনীমত পেলো না, ভয়-ভীতির সম্মুখীন হল এবং আঘাতপ্রাপ্ত হল, তাদের সওয়াব বা প্রতিদান পূর্ণরূপে দেয়া হবেই হবে।
অন্য বর্ণনায় রয়েছে। যে সেনাদল আল্লাহর পথে জিহাদ করে গনীমত পেল, তারা দুনিয়াতেই আখিরাতের দুই-তৃতীয়াংশ নগদ প্রতিদানরূপে পেয়ে গেল এবং তাদের এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকল। আর যদি তারা গনীমত না পেয়ে থাকে, তাহলে আখিরাতে তাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ দ্বিতীয় বর্ণনাটি উল্লেখ করেছেন।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2089- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من غَازِيَة أَو سَرِيَّة تغزو فِي سَبِيل الله يسلمُونَ ويصيبون إِلَّا تعجلوا ثُلثي أجرهم وَمَا من غَازِيَة أَو سَرِيَّة تخفق وتخوف وتصاب إِلَّا تمّ أجرهم

وَفِي رِوَايَة مَا من غَازِيَة أَو سَرِيَّة تغزو فِي سَبِيل الله فيصيبون الْغَنِيمَة إِلَّا تعجلوا ثُلثي أجرهم من الْآخِرَة وَيبقى لَهُم الثُّلُث وَإِن لم يُصِيبُوا غنيمَة تمّ لَهُم أجرهم

رَوَاهُ مُسلم وروى أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه الثَّانِيَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৮৯ | মুসলিম বাংলা