আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৬৭
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর রাস্তায় জিহাদকারী হলো ঐ রোযাদার ইবাদতকারীর অনুরূপ যে অবিরাম ইফতারবিহীন রোযা রাখে এবং বিরামহীনভাবে ইবাদতে মগ্ন থাকে। যে পর্যন্ত মুজাহিদকে আল্লাহ গনীমত বা সওয়াব দিয়ে আপনজনের কাছে বাড়িতে ফিরিয়ে না আনেন অথবা তার মৃত্যু দান করে তাকে জান্নাতে প্রবেশ না করান।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে তাঁর শায়খ আমর ইবন সাঈদ ইবন সিনান থেকে বর্ণনা করেছেন। ইবন হিব্বান বলেন, তিনি আশি বছর পর্যন্ত দিনে রোযা ও রাত্রে ইবাদত করে আল্লাহর পক্ষে জিহাদ ও সীমান্ত প্রহরায় কাটিয়েছেন।)
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে তাঁর শায়খ আমর ইবন সাঈদ ইবন সিনান থেকে বর্ণনা করেছেন। ইবন হিব্বান বলেন, তিনি আশি বছর পর্যন্ত দিনে রোযা ও রাত্রে ইবাদত করে আল্লাহর পক্ষে জিহাদ ও সীমান্ত প্রহরায় কাটিয়েছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2067- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الْمُجَاهِد فِي سَبِيل الله كَمثل القانت الصَّائِم لَا يفتر صَلَاة وَلَا صياما حَتَّى يرجعه الله إِلَى أَهله بِمَا يرجعه إِلَيْهِم من أجر أَو غنيمَة أَو يتوفاه فيدخله الْجنَّة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن شَيْخه عَمْرو بن سعيد بن سِنَان
قَالَ وَكَانَ قد صَامَ النَّهَار وَقَامَ اللَّيْل ثَمَانِينَ سنة غازيا ومرابطا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن شَيْخه عَمْرو بن سعيد بن سِنَان
قَالَ وَكَانَ قد صَامَ النَّهَار وَقَامَ اللَّيْل ثَمَانِينَ سنة غازيا ومرابطا
