আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৬৬
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬৬. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ কর। কেননা জিহাদ হলো জান্নাতের দরজাসমূহের একটি। এর বরকতে মুজাহিদকে আল্লাহ্ তা'আলা সকল প্রকার দুশ্চিন্তা ও শোক-বিহবলতা থেকে নাজাত দান করেন।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। তাঁর বর্ণনা সূত্র নির্ভরযোগ্য। তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাত' নামক গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং এর সনদের বিশুদ্ধতার সত্যায়ন করেছেন।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। তাঁর বর্ণনা সূত্র নির্ভরযোগ্য। তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাত' নামক গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং এর সনদের বিশুদ্ধতার সত্যায়ন করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2066- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جاهدوا فِي سَبِيل الله فَإِن الْجِهَاد فِي سَبِيل الله بَاب من أَبْوَاب الْجنَّة يُنجي الله تبَارك وَتَعَالَى بِهِ من الْهم وَالْغَم
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْحَاكِم وَصحح إِسْنَاده
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْحَاكِم وَصحح إِسْنَاده
