আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৬৩
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অর্থাৎ মহান আল্লাহ্ বলেনঃ যে ব্যক্তি আমার রাস্তায় জিহাদ করে, আমি তার যিম্মাদার হয়ে যাই। যদি আমি তাকে মৃত্যু দেই, তাহলে তাকে জান্নাতের অধিকারী করি। আর যদি বাড়িতে ফিরিয়ে আনি, তাহলে তাকে সওয়াব অথবা গনীমতের অধিকারী করে ফিরিয়ে আনি।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন হাদীসটি গরীব ও সহীহ। এ হাদীসটি বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা (রা)-এর হাদীসের অংশরূপে পূর্বেও বর্ণিত হয়েছে।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন হাদীসটি গরীব ও সহীহ। এ হাদীসটি বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা (রা)-এর হাদীসের অংশরূপে পূর্বেও বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2063- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَعْنِي يَقُول الله عز وَجل الْمُجَاهِد فِي سبيلي هُوَ عَليّ ضَامِن إِن قَبضته أورثته الْجنَّة وَإِن رجعته رجعته بِأَجْر أَو غنيمَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب صَحِيح وَهُوَ فِي الصَّحِيحَيْنِ وَغَيرهمَا بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة وَتقدم
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب صَحِيح وَهُوَ فِي الصَّحِيحَيْنِ وَغَيرهمَا بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة وَتقدم
