আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৬২
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন কাফির ও তার হত্যাকারী মুজাহিদ কখনো জাহান্নামে একত্রিত হবে না।
(হাদীসটি মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন। নাসাঈ ও হাকিম এটি আরো দীর্ঘ করে বর্ণনা করেছেন। ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন। নাসাঈ ও হাকিম এটি আরো দীর্ঘ করে বর্ণনা করেছেন। ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2062- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يجْتَمع كَافِر وقاتله فِي النَّار أبدا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَرَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم أطول مِنْهُ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث معَاذ بن جبل
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَرَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم أطول مِنْهُ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث معَاذ بن جبل
