আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৬১
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ও তাঁর সাহাবীগণ বদরের যুদ্ধের দিকে রওয়ানা হয়ে গেলেন এবং মুশরিকদের আগেই বদর প্রান্তরে পৌঁছে গেলেন। কাফিররা যখন আসে, তখন রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন: আমি কোনদিকে অগ্রসর হওয়ার পূর্বে তোমরা কেউ আমার আগে সেদিকে অগ্রসর হয়ো না। তারপর মুশরিকরা যখন অতি কাছে এসে গেল, তখন তিনি যোষণা করলেন; তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের পরিধি এতো বিস্তৃত যেমন আসমান ও যমীনের পরিধি। উমায়র ইবন হিমাম (রা) বললেন; ইয়া রাসূলাল্লাহ্। জান্নাতের পরিধি আসমান যমীনের মত? তিনি বললেনঃ হ্যাঁ। উমায়র বললেন, বাহ বাহ। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমাকে 'বাহ! বাহ্। বলতে উৎসাহিত করল? উমায়র বললেন, ইয়া রাসুলাল্লাহ। আল্লাহর কসম। আমি সেই জান্নাতের বাসিন্দা হওয়ার আকাঙ্ক্ষায়ই এমন করেছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি জান্নাতের অধিবাসী। এরপরে উমায়র তাঁর থলি থেকে কয়েকটি খেজুর বের করে তা খেতে লাগলেন। তারপর বললেন, আমি যদি আমার এই খেজুর খাওয়া পর্যন্ত বেঁচে থাকি, তাহলে তো আয়ু অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপর তিনি খলের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং কাফিরদের মুকাবিলায় জিহাদ করে শহীদ হয়ে গেলেন।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2061- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ انْطلق رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه حَتَّى سبقوا الْمُشْركين إِلَى بدر وَجَاء الْمُشْركُونَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يتقدمن أحد مِنْكُم إِلَى شَيْء حَتَّى أكون أَنا دونه
فَدَنَا الْمُشْركُونَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قومُوا إِلَى جنَّة عرضهَا السَّمَوَات وَالْأَرْض
قَالَ عُمَيْر بن الْحمام يَا رَسُول الله جنَّة عرضهَا السَّمَوَات وَالْأَرْض قَالَ نعم
قَالَ بخ بخ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا يحملك على قَوْلك بخ بخ فَقَالَ لَا وَالله يَا رَسُول الله إِلَّا رَجَاء أَن أكون من أَهلهَا قَالَ فَإنَّك من أَهلهَا فَأخْرج تمرات من قرنه فَجعل يَأْكُل مِنْهُنَّ ثمَّ قَالَ إِن أَنا حييت حَتَّى آكل تمراتي هَذِه إِنَّهَا لحياة طَوِيلَة فَرمى بِمَا كَانَ مَعَه من التَّمْر
ثمَّ قَاتلهم حَتَّى قتل رَضِي الله عَنهُ

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৬১ | মুসলিম বাংলা