আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৬০
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬০. মুসলিম হযরত জাবির (রা) সূত্রে বর্ণনা করেন যে, আনসারের বনী নাবীত গোত্রের একটি লোক এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া আর কোন মাবুদ নাই আর আপনি তাঁর বান্দা ও রাসূল। এরপর সে। জিহাদে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন: লোকটি আমল করল অল্প, অথচ সে সওয়াবের অধিকারী হল অনেক বেশি।
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2060- وروى مُسلم عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل من بني النبيت قبيل من الْأَنْصَار فَقَالَ أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك عَبده وَرَسُوله ثمَّ تقدم فقاتل حَتَّى قتل فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عمل هَذَا يَسِيرا وَأجر كثيرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৬০ | মুসলিম বাংলা