আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৫৯
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৫৯. হযরত বারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বর্ম সজ্জিত এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে আসল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমি কি ইসলাম গ্রহণ করব, না কি জিহাদ করব? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, ইসলাম গ্রহণ কর, তারপর জিহাদ কর। এরপর লোকটি ইসলাম গ্রহণ করে জিহাদে চলে গেল এবং শাহাদতবরণ করল। তখন রাসূলুল্লাহ বললেন: এ লোকটি আমল করেছে কম কিন্তু সে অধিক সওয়াবের অধিকারী হয়ে গেল।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। মুসলিমও হাদীসটি বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। মুসলিমও হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2059- وَعَن الْبَراء رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل مقنع بالحديد فَقَالَ يَا رَسُول الله أقَاتل أَو أسلم قَالَ أسلم ثمَّ قَاتل فَأسلم ثمَّ قَاتل فَقتل فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عمل قَلِيلا وَأجر كثيرا
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم
