আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৫৭
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৫৭. হযরত আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি হজ্জ করেনি, তার একটি হজ্জ দশটি সশস্ত্র জিহাদ থেকে উত্তম। আর যে ব্যক্তি হজ্জ করেছে তার জন্য একটি সশস্ত্র জিহাদ দশটি হজ্জের চেয়েও উত্তম।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন। নৌ-যুদ্ধের বর্ণনায় হাদীসটির পূর্ণ বিবরণ অচিরেই আসবে ইনশা আল্লাহু তা'আলা।)
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন। নৌ-যুদ্ধের বর্ণনায় হাদীসটির পূর্ণ বিবরণ অচিরেই আসবে ইনশা আল্লাহু তা'আলা।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2057- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حجَّة لمن لم يحجّ خير من عشر غزوات وغزوة لمن قد حج خير من عشر حجج
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَيَأْتِي بِتَمَامِهِ فِي غزَاة الْبَحْر إِن شَاءَ الله
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَيَأْتِي بِتَمَامِهِ فِي غزَاة الْبَحْر إِن شَاءَ الله
