আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৫৬
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৫৬. হযরত ইব্‌ন আব্বাস (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: একটি হজ্জ চল্লিশটি সশস্ত্র জিহাদ থেকে উত্তম এবং একটি সশস্ত্র জিহাদ চল্লিশটি হজ্জ থেকে উত্তম। অর্থাৎ যখন কোন ব্যক্তি ইসলামের ফরয হজ্জ করে ফেলে, তখন একটি সশস্ত্র জিহাদ তার চল্লিশটি নফল হজ্জ থেকে উত্তম এবং ইসলামের ফরয হজ্জ করা তার জন্য চল্লিশটি সশস্ত্র জিহাদ থেকেও উত্তম।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তাঁর বর্ণনা সূত্র নির্ভরযোগ্য এবং সকলেই খ্যাতনামা ব্যক্তি।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2056- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حجَّة خير من أَرْبَعِينَ غَزْوَة وغزوة خير من أَرْبَعِينَ حجَّة يَقُول إِذا حج الرجل حجَّة الْإِسْلَام فغزوة خير لَهُ من أَرْبَعِينَ حجَّة وَحجَّة الْإِسْلَام خير لَهُ من أَرْبَعِينَ غَزْوَة

رَوَاهُ الْبَزَّار
وَرُوَاته ثِقَات معروفون
tahqiqতাহকীক:তাহকীক চলমান