আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৫৫
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৫৫. হযরত মাকহূল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তাবুক যুদ্ধের দিন বহু লোক রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে হজ্জে যাওয়ার অনুমতি প্রার্থনা করল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি ইতোপূর্বে হজ্জ পালন করে ফেলেছে, তার একটি সশস্ত্র জিহাদ চল্লিশটি হজ্জের চেয়ে উত্তম।
(হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' সংকলনে ইসমাঈল ইবন আইয়াশ থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' সংকলনে ইসমাঈল ইবন আইয়াশ থেকে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2055- وَعَن مَكْحُول رَضِي الله عَنهُ قَالَ كثر المستأذنون رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْحَج يَوْم غَزْوَة تَبُوك فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غَزْوَة لمن قد حج أفضل من أَرْبَعِينَ حجَّة
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
