আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৪৭
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহর রাস্তার মুজাহিদের জন্য আল্লাহ্ জান্নাতে মর্যাদার একশটি ধাপ রেখেছেন। প্রত্যেক দু'টো ধাপের দূরত্ব হচ্ছে আসমান-যমীনের মধ্যবর্তী দূরত্বের সমান।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2047 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة مائَة دَرَجَة أعدهَا الله للمجاهدين فِي سَبِيل الله مَا بَين الدرجتين كَمَا بَين السَّمَاء وَالْأَرْض
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ
