আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৪৬
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪৬. বুখারীর অন্য একটি বর্ণনায় রয়েছে যে, এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ। এমন একটি আমলের কথা আমাকে বলুন যা জিহাদের সমপর্যায়ের। রাসুলুল্লাহ (ﷺ) বললেন: আমি জিহাদের সমপর্যায়ের অন্য কোন আমলই দেখি না। এরপর তিনি বললেন: মুজাহিদ যখন জিহাদে রওয়ানা হয়ে যায়, তখন তুমি কি পারবে যে, মসজিদে প্রবেশ করে বিরামহীনভাবে নামায পড়তে থাকবে এবং ইফতার ছাড়া লাগাতার রোযা রাখতে থাকবে? লোকটি বলল, এমনটি কে পারবে? হযরত আবূ হুরায়রা (রা) বলেন, মুজাহিদের ঘোড়া যতক্ষণ তার রশি টেনে দৌড়াতে থাকে, ততক্ষণ তার প্রতিটি পদক্ষেপেরই সওয়াব লিখা হতে থাকে।
(নাসাঈতেও এভাবে বর্ণিত হয়েছে।)
(নাসাঈতেও এভাবে বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2046- وَفِي رِوَايَة البُخَارِيّ أَن رجلا قَالَ يَا رَسُول الله دلَّنِي على عمل يعدل الْجِهَاد قَالَ لَا أَجِدهُ ثمَّ قَالَ هَل تَسْتَطِيع إِذا خرج الْمُجَاهِد أَن تدخل مسجدك فتقوم وَلَا تفتر وتصوم وَلَا تفطر قَالَ وَمن يَسْتَطِيع ذَلِك فَقَالَ أَبُو هُرَيْرَة فَإِن فرس الْمُجَاهِد ليستن يمرح فِي طوله فَيكْتب لَهُ حَسَنَات
وَرَوَاهُ النَّسَائِيّ نَحْو هَذَا
وَرَوَاهُ النَّسَائِيّ نَحْو هَذَا
