আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৪৫
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হলো, কোন আমল জিহাদের সমান মর্যাদা রাখে? তিনি বললেনঃ তোমরা তা করতে সক্ষম হবে না। তাঁরা দুই বা তিনবার প্রশ্নটির পুনরাবৃত্তি করলেন, প্রত্যেকবারই রাসূলুল্লাহ (ﷺ) বলছিলেন: তোমরা তা করতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ একজন মুজাহিদের তুলনা ঐ ব্যক্তির সাথে দেয়া যায়, যে বিরতিহীনভাবে দিনে রোযা রাখে, রাতে সালাত আদায় করে ও আল্লাহর আয়াত তিলাওয়াত করে যাবৎ না মুজাহিদ বাড়িতে ফিরে আসে।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ মুসলিমের।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ মুসলিমের।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2045- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قيل يَا رَسُول الله مَا يعدل الْجِهَاد فِي سَبِيل الله قَالَ لَا تستطيعونه فَأَعَادُوا عَلَيْهِ مرَّتَيْنِ أَو ثَلَاثًا كل ذَلِك يَقُول لَا تستطيعونه ثمَّ قَالَ مثل الْمُجَاهِد فِي سَبِيل الله كَمثل الصَّائِم الْقَائِم القانت بآيَات الله لَا يفتر من صَلَاة وَلَا صِيَام حَتَّى يرجع الْمُجَاهِد فِي سَبِيل الله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
