আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৪২
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর জনৈক সাহাবী এক গিরিপথের পাশ দিয়ে অতিক্রমকালে একটি মিঠা পানির ঝরণাধারা দেখে মুগ্ধ হয়ে পড়লেন। তিনি বললেন, আমি যদি লোকালয় ছেড়ে এ গিরিপথে অবস্থান করতাম। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) -এর অনুমতি না নিয়ে তো কখনই আমি তা করব না। এরপর সে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে ঘটনাটি বলল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি এমনটি করে না। কেননা আল্লাহর রাস্তায় সামান্য সময় অবস্থান করা বাড়িতে সত্তর বছর সালাত আদায়ের চেয়েও উত্তম। আল্লাহ তোমাদেরকে মার্জনা করে দিন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করান, এটা কি তোমরা ভালবাস না? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ কর। যে ব্যক্তি উট দোহনকারীর দুধ দোহনের দু'টানের মধ্যবর্তী সামান্য সময়ও আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত অবধারিত।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীসটি হাসান-সহীহ। হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি মুসলিম-এর শর্তানুযায়ী সহীহ।
এ হাদীসটি আহমদ আবু উমামা থেকে আরো দীর্ঘ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি বলেছেনঃ নিশ্চয়ই জিহাদের সারিতে থাকার মর্যাদা তোমাদের ষাট বছর বাড়িতে ইবাদত করার চেয়েও উত্তম।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2042- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ مر رجل من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشعب فِيهِ عُيَيْنَة من مَاء عذبة فَأَعْجَبتهُ فَقَالَ لَو اعتزلت النَّاس فأقمت فِي هَذَا الشّعب وَلنْ أفعل حَتَّى أَسْتَأْذن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا تفعل فَإِن مقَام أحدكُم فِي سَبِيل الله تَعَالَى أفضل من صلَاته فِي بَيته سبعين عَاما أَلا تحبون أَن يغْفر الله لكم ويدخلكم الْجنَّة اغزوا فِي سَبِيل الله من قَاتل فِي سَبِيل الله فوَاق نَاقَة وَجَبت لَهُ الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ أَحْمد من حَدِيث أبي أُمَامَة أطول مِنْهُ إِلَّا أَنه قَالَ ولمقام أحدكُم فِي الصَّفّ خير من صلَاته سِتِّينَ سنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৪২ | মুসলিম বাংলা