আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৪১
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪১. হযরত ফাযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে ও ইসলাম গ্রহণ করে এবং হিজরত করে, জান্নাতের আঙিনায় একটি ঘর এবং জান্নাতের মধ্যে তাকে একটি ঘর দেয়ার যিম্মাদারী আমার। যে ব্যক্তি আমার উপর ঈমান রাখে ও ইসলাম গ্রহণ করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি তার জন্য জান্নাতের আঙিনায় একটি ঘর, জান্নাতের মধ্যে একটি ঘর এবং জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে একটি ঘরের যিম্মাদার। যে সব কাজ করল, সে কোন পুণ্য ও কল্যাণই আর বাকী রাখল না। আর কোন অকল্যাণ থেকে পালানোর প্রয়োজনও রাখল না। সে যেখানে ইচ্ছা, মৃত্যুবরণ করতে পারে (তার কোন ভাবনা নেই)।
(হাদীসটি নাসাঈ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2041- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَنا زعيم والزعيم الْحميل لمن آمن بِي وَأسلم وَهَاجَر بِبَيْت فِي ربض الْجنَّة وببيت فِي وسط الْجنَّة وَأَنا زعيم لمن آمن بِي وَأسلم وجاهد فِي سَبِيل الله بِبَيْت فِي ربض الْجنَّة وببيت فِي وسط الْجنَّة وببيت فِي أَعلَى غرف الْجنَّة فَمن فعل ذَلِك لم يدع للخير مطلبا وَلَا من الشَّرّ مهربا يَمُوت حَيْثُ شَاءَ أَن يَمُوت

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৪১ | মুসলিম বাংলা