আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৪০
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪০. হযরত সাবুরা ইবনুল ফাকিহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ হয় (ﷺ) -কে বলতে শুনেছি; তিনি বলেছেন: শয়তান মানুষের ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে বলে, তুমি ইসলাম গ্রহণ করবে, আর তোমার বাপ-দাদার ধর্ম ছেড়ে দেবে? সে ব্যক্তি শয়তানের অবাধ্যাচরণ করে ইসলাম গ্রহণ করে, ফলে তাকে মার্জনা করে দেয়া হয়। এরপর শয়তান তাকে ধোকা দেয়ার জন্য হিজরতের পথে বসে পড়ে। সে বলে তুমি কি তোমার ঘর-বাড়ি, যমীন-আসমান ছেড়ে হিজরত করবে? সে ব্যক্তি তখন শয়তানের বিরুদ্ধাচরণ করে হিজরত করে। এরপর শয়তান জিহাদের পথে বসে পড়ে এবং বলে, তুমি কি জিহাদ করবে? অথচ এটা হচ্ছে জীবনপাত ও সম্পদ ক্ষয়। তুমি যুদ্ধ করবে আর নিহত হবে, তোমার স্ত্রীকে পরস্ত্রী করা হবে এবং তোমার সম্পদ ভাগ-বণ্টন হয়ে যাবে। সে ব্যক্তি শয়তানের কথা অমান্য করে জিহাদ করে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি এমন করল এবং তারপর মারা গেল, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। সে যদি পানিতে ডুবেও মারা যায়, তবু তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। যদি তাকে তার সওয়ারী পিঠ থেকে ফেলো দিয়ে হত্যা করে, তবুও তাকে বেহেশতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব।
(হাদীসটি নাসাঈ, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2040- وَعَن سُبْرَة بن الْفَاكِه رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الشَّيْطَان قعد لِابْنِ آدم بطرِيق الْإِسْلَام فَقَالَ تسلم وَتَذَر دينك وَدين آبَائِك فَعَصَاهُ فَأسلم فغفر لَهُ فَقعدَ لَهُ بطرِيق الْهِجْرَة فَقَالَ لَهُ تهَاجر وَتَذَر دَارك وأرضك وسماءك فَعَصَاهُ فَهَاجَرَ فَقعدَ بطرِيق الْجِهَاد فَقَالَ تُجَاهِد وَهُوَ جهد النَّفس وَالْمَال فتقاتل فَتقْتل فَتنْكح
الْمَرْأَة وَيقسم المَال فَعَصَاهُ فَجَاهد فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَمن فعل ذَلِك فَمَاتَ كَانَ حَقًا على الله أَن يدْخلهُ الْجنَّة وَإِن غرق كَانَ حَقًا على الله أَن يدْخلهُ الْجنَّة وَإِن وقصته دَابَّة كَانَ حَقًا على الله أَن يدْخلهُ الْجنَّة

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৪০ | মুসলিম বাংলা