আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৩৯
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৩৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তাঁরা একটি মজলিসে বসা ছিলেন। রাসুলুল্লাহ্ (ﷺ) সেখানে উপস্থিত হলেন। তিনি বললেনঃ আমি কি তোমাদেরকে ঐসব লোকের কথা বলব, যারা মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান? তাঁরা বললেন, জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! বলুন। তিনি বললেনঃ যে ব্যক্তি ঘোড়ার বাগ ধরে জিহাদে বেরিয়ে যায় এবং মৃত্যু হওয়া বা নিহত হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যায়, সে ব্যক্তিই শ্রেষ্ঠ। আমি কি তোমাদেরকে এর অব্যবহিত ও পরবর্তী পর্যায়ের লোকটির কথা বলব না? আমরা বললাম, আলবৎ ইয়া রাসূলাল্লাহ্। তিনি বললেন। ঐ ব্যক্তি, যে কোন গিরিপথে একাকী বাস করে, সালাত আদায় করে ও যাকাত প্রদান করে এবং মানুষের অনিষ্ট থেকে বেঁচে থাকে।
আমি কি তোমাদেরকে সবচেয়ে মন্দ মানুষটির সম্পর্কে বলব না? আমরা বললাম, আলবৎ ইয়া রাসূলাল্লাহ্। তিনি বললেন। ঐ ব্যক্তি, যার কাছে আল্লাহর দোহাই দিয়ে কিছু প্রার্থনা করা হয় অথচ সে তা প্রদান করে না।
(হাদীসটি তিরমিযী, বর্ণনা করেছেন এবং গরীব বলে মন্তব্য করেছেন। নাসাঈ এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ধিত শব্দমালা তাঁদেরই এবং এটিই পরিপূর্ণ হাদীস। মালিকও এটি আতা ইবন ইয়াসার থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2039- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج عَلَيْهِم وهم جُلُوس فِي مجْلِس لَهُم فَقَالَ أَلا أخْبركُم بِخَير النَّاس منزلا قَالُوا بلَى يَا رَسُول الله قَالَ رجل أَخذ بِرَأْس فرسه فِي سَبِيل الله حَتَّى يَمُوت أَو يقتل أَلا أخْبركُم بِالَّذِي يَلِيهِ قُلْنَا بلَى يَا رَسُول الله
قَالَ امْرُؤ معتزل فِي شعب يُقيم الصَّلَاة ويؤتي الزَّكَاة ويعتزل شرور النَّاس أَو أخْبركُم بشر النَّاس قُلْنَا بلَى يَا رَسُول الله
قَالَ الَّذِي يسْأَل بِاللَّه وَلَا يُعْطي

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهما وَهُوَ أتم وَرَوَاهُ مَالك عَن عَطاء بن يسَار مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান