আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৪৩
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪৩. হযরত ইমরান ইবন হুসায়ন (বা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে কোন ব্যক্তির আল্লাহর রাস্তায় জিহাদের সারিতে থাকার মর্যাদা বাড়িতে ঘাট বছর ইবাদত করার চেয়েও উত্তম।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2043- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مقَام الرجل فِي
الصَّفّ فِي سَبِيل الله أفضل عِنْد الله من عبَادَة الرجل سِتِّينَ سنة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
الصَّفّ فِي سَبِيل الله أفضل عِنْد الله من عبَادَة الرجل سِتِّينَ سنة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
