আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০২৪
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২৪. হযরত আবু নাজীহ (রা) সূত্রেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করে, এ তীরটি তার জন্য একটি গোলাম আযাদের সমান (নেকীর) হবে।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী এটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান-সহীহ। হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিম-এর শর্তানুসারে সহীহ। তবে তাঁরা এটি নিজেদের গ্রন্থে উল্লেখ করেননি।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী এটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান-সহীহ। হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিম-এর শর্তানুসারে সহীহ। তবে তাঁরা এটি নিজেদের গ্রন্থে উল্লেখ করেননি।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2024- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رمى بِسَهْم فِي سَبِيل الله فَهُوَ لَهُ عدل مُحَرر
رَوَاهُ أَبُو دَاوُد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلم يخرجَاهُ
رَوَاهُ أَبُو دَاوُد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلم يخرجَاهُ
