আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০২৫
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২৫. হযরত আবু নাজীহ (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি: তিনি বলেছেন: যে যুবক মুসলমান অবস্থায় বৃদ্ধ হয়েছে, কিয়ামতের দিন তার জন্য একটি বিশেষ আলো থাকবে। যে ব্যক্তি আল্লাহর পথের জিহাদে একটি তীর নিক্ষেপ করল, এটি শত্রুর গায়ে বিদ্ধ হোক বা না হোক, তার একটি গোলাম আযাদের (সমান) সওয়াব হবে। এবং যে ব্যক্তি একটি মু'মিন গোলাম আযাদ করে দিল, সে গোলামের প্রতিটি অঙ্গ তার প্রত্যেকটি অঙ্গের জাহান্নাম থেকে মুক্তির মুক্তিপণ হয়ে যাবে। (হাদীসটি নাসাঈ সহীহ সনদে বর্ণনা করেছেন। তিরমিযী শুধু মুসলমান অবস্থায় বার্ধক্যে উপনীত হওয়ার ফযীলতের প্রসঙ্গটি বর্ণনা করেছেন। আবূ দাউদ গোলামকে মুক্ত করার কথাও উল্লেখ করেছেন। আর ইবন মাজাহ তীর নিক্ষেপের কথা উল্লেখ করেছেন। ইব্‌ন মাজাহ বর্ণিত শব্দমালা হলোঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি শত্রুর প্রতি একটি তীর নিক্ষেপ করল, তার তীর লক্ষ্যভেদ করুক আর না-ই করুক, সে একটি গোলামকে মুক্ত করার সওয়াব পাবে।
হাকিম একটি হাদীসে তীর নিক্ষেপের কথা এবং অপর হাদীসে গোলামকে মুক্ত করার কথা বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2025- وَعنهُ رَضِي الله عَنهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شَاب شيبَة فِي الْإِسْلَام كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة وَمن رمى بِسَهْم فِي سَبِيل الله فَبلغ بِهِ الْعَدو أَو لم يبلغ كَانَ لَهُ كعتق رَقَبَة وَمن أعتق رَقَبَة مُؤمنَة كَانَت فداءه من النَّار عضوا بعضو

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد صَحِيح وأفرد التِّرْمِذِيّ مِنْهُ ذكر الشيب وَأَبُو دَاوُد ذكر الْعتْق وَابْن مَاجَه ذكر الرَّمْي وَلَفظه
سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رمى الْعَدو بِسَهْم فَبلغ سَهْمه أصَاب أَو أَخطَأ فَعدل رَقَبَة
وروى الْحَاكِم ذكر الرَّمْي فِي حَدِيث وَالْعِتْق فِي آخر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০২৫ | মুসলিম বাংলা