আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০২৩
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২৩. হযরত আবু নাজীহ আমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি; তিনি বলেছেন: যে ব্যক্তি উত্তমরূপে একটি তীর নিক্ষেপ করল, এই একটি তীরই জান্নাতে তার একটি মর্যাদা বৃদ্ধির কারণ হবে। (রাবী বলেন,) তারপর সেদিন আমি ষোলটি লক্ষ্যস্থলে নিক্ষেপ করেছিলাম।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2023- وَعَن أبي نجيح عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من بلغ بِسَهْم فَهُوَ لَهُ دَرَجَة فِي الْجنَّة فبلغت يَوْمئِذٍ سِتَّة عشر سَهْما
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ
