আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০২২
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২২. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেছেন: অচিরেই বহু ভূখণ্ড তোমাদের করতলগত করে দেয়া হবে এবং আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবেন। অতএব তোমাদের কেউ যেন নিক্ষেপণের প্রশিক্ষণে অলসতা না করে।
(হাদীসটি মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2022- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ستفتح عَلَيْكُم أرضون ويكفيكم الله فَلَا يعجز أحدكُم أَن يلهو بأسهمه
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
