আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০২১
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২১. হযরত আতা ইবন আবু রাবাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ্ ও জাবির ইবন উমায়র আল-আনসারী (রা)-কে তীর নিক্ষেপ করতে দেখেছি। তাঁদের একজন ক্লান্ত হয়ে বসে গেলেন। অপরজন তাঁকে উদ্দেশ্যে করে বললেন, তুমি ক্লান্ত হয়ে গেলে? আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেন: আল্লাহর যিকির ব্যতীত এমন কোন কাজ নেই যা ভ্রান্ত বা অর্থহীন খেল-তামাশা নয়, কিন্তু চারটি কাজ এর ব্যতিক্রম। (১) কোন ব্যক্তি তীরন্দাজীর লক্ষ্যস্থলদ্বয়ের মধ্যবর্তী স্থানে পদচারণা, (২) নিজের ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া এবং (৩) নিজ স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করা এবং (৪) সাঁতার শেখা।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2021- وَعَن عَطاء بن أبي رَبَاح قَالَ رَأَيْت جَابر بن عبد الله وَجَابِر بن عُمَيْر الْأنْصَارِيّ رَضِي الله عَنْهُم يرتميان فمل أَحدهمَا فَجَلَسَ فَقَالَ لَهُ الآخر كسلت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كل شَيْء لَيْسَ من ذكر الله عز وَجل فَهُوَ لَهو أَو سَهْو إِلَّا أَربع خِصَال مشي الرجل بَين الغرضين وتأديبه فرسه وملاعبته أَهله وَتَعْلِيم السباحة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد
