আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০১৮
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০১৮. হযরত সালামা ইব্‌নুল আকওয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এক গোত্রের কাছে গেলেন, তারা তীর নিক্ষেপের মহড়া দিচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে ইসমাঈলের উত্তরসূরীরা! তীর নিক্ষেপ কর। কারণ তোমাদের আদি পিতাও ছিলেন তীরন্দাজ। তোমরা তীর নিক্ষেপ কর, আমি অমুক গোত্রের সাথে আছি। তখন একদল তীর মহড়া ক্ষান্ত করে দিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কি হলো, তোমরা বন্ধ করে দিলে কেন? তারা বললো, আপনি তাদের সাথে হলে আমরা কেমনে তীর নিক্ষেপ করব? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: তোমরা তীর নিক্ষেপ কর, আমি তোমাদের সকলের সাথেই আছি।
(হাদীসটি বুখারী ও দারে কুতনী বর্ণনা করেছেন। তবে দারে কুতনী বলেনঃ তোমরা তীর নিক্ষেপ কর, আমি বনী আদরার সাথে আছি। তখন একদল তীর নিক্ষেপ বন্ধ করে দিল। তারা বলল, আপনি যেহেতু ওদের সাথে, তাহলে আমরা কি আর বিজয়ী হতে পারব? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা মহড়া চালিয়ে যাও। আমি সবার সাথেই আছি।
রাবী বলেন, সেদিন ব্যাপক তীরন্দাজী হলো, কিন্তু কেউ কারো উপর বিজয়ী হতে পারলো না। অথবা বর্ণনাকারী বলেছেন: কোন দল অন্য দলকে পরাস্ত করতে পারলো না।
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2018- وَعَن سَلمَة بن الْأَكْوَع رَضِي الله عَنهُ قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم على قوم ينتصلون فَقَالَ ارموا بني إِسْمَاعِيل فَإِن أَبَاكُم كَانَ راميا ارموا وَأَنا مَعَ بني فلَان فَأمْسك أحد الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا لكم لَا ترمون قَالُوا كَيفَ نرمي وَأَنت مَعَهم
قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ارموا وَأَنا مَعكُمْ كلكُمْ

رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَالدَّارَقُطْنِيّ إِلَّا أَنه قَالَ فِيهِ ارموا وَأَنا مَعَ بني الأدرع فَأمْسك الْقَوْم وَقَالُوا من كنت مَعَه فَأنى يغلب قَالَ ارموا وَأَنا مَعكُمْ كلكُمْ فرموا عَامَّة يومهم فَلم يفضل أحدهم الآخر أَو قَالَ فَلم يسْبق أحدهم الآخر أَو كَمَا قَالَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০১৮ | মুসলিম বাংলা