আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০১৭
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০১৭. বায়হাকী (র) এর এক বর্ণনায় রয়েছে যে, হযরত উকবা ইবন 'আমির (রা) বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি; তিনি বলেছেন: মহান আল্লাহ্ একটি তীরের পরিবর্তে তিন ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন। (১) যে তীর প্রস্তুতকারী নেক নিয়াতে তীর তৈরি করে, (২) যে আল্লাহর পথে জিহাদের জন্য তীর সরবরাহ করে এবং (৩) যে আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করে।
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2017- وَفِي رِوَايَة للبيهقي قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله عز وَجل يدْخل بِالسَّهْمِ الْوَاحِد ثَلَاثَة نفر الْجنَّة صانعه الَّذِي يحْتَسب فِي صَنعته الْخَيْر وَالَّذِي يُجهز بِهِ فِي سَبِيل الله وَالَّذِي يَرْمِي بِهِ فِي سَبِيل الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০১৭ | মুসলিম বাংলা