আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০১৬
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০১৬. হযরত উকবা (রা) সূত্রেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ একটি তীরের পরিবর্তে আল্লাহ্ তিন ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন: (১) যে নির্মাতা তার তীরের দ্বারা কল্যাণ কামনা করে, (২) তীর নিক্ষেপকারী ও (৩) তীর সরবরাহকারী। তোমরা সওয়ার হও এবং তীর নিক্ষেপ কর; সওয়ার হওয়ার চেয়ে তীর নিক্ষেপ করা আমার কাছে বেশি পসন্দনীয়। আর যে ব্যক্তি তীরন্দাজী প্রশিক্ষণ গ্রহণ করার পর অবহেলা করে তা পরিত্যাগ করল, সে একটি নিয়ামতকে পরিত্যাগ করল অথবা নিয়ামতের প্রতি যে অকৃতজ্ঞতা প্রদর্শন করল।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, বর্ণনা সূত্র সঠিক। বায়হাকীও হাদীসটি হাকিম ও অন্যান্য সূত্রে বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2016- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله يدْخل بِالسَّهْمِ الْوَاحِد ثَلَاثَة نفر الْجنَّة صانعه يحْتَسب فِي صَنعته الْخَيْر والرامي بِهِ ومنبله
وَارْمُوا واركبوا وَأَن ترموا أحب إِلَيّ من أَن تركبوا
وَمن ترك الرَّمْي بعد مَا علمه رَغْبَة عَنهُ فَإِنَّهَا
نعْمَة تَركهَا أَو قَالَ كفرها

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَالْبَيْهَقِيّ من طَرِيق الْحَاكِم وَغَيرهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০১৬ | মুসলিম বাংলা